আজ একটা বিষয় মনে পড়লো। কলেজে পড়তাম ২০১৫/১৬ এর দিকে প্রতিদিন ফুটবল খেলতাম। এক সময় বাসা থেকে দূরে স্টেডিয়ামে যাওয়া শুরু করি।
রিকসা বা অটোতে যেতাম। কখনো বা হেঁটে। বেশিরভাগ হেঁটে যেতে ভালো লাগত যেহেতু আমি ফুটবলার তাই হাঁটতে এক ধরনের ব্যায়াম মনে করতাম। ভাড়া ছিল ১০-১৫ টাকা। তবে কয়েকদিন এমন হয়েছে আমার সাথে যে মাত্র ৫ টাকা দিয়েছিলাম।মানুষেরা ফুটবলারদের এত পছন্দ করে তখন বিষয়টা রিয়েলাইজ করি। আমাকে বলে কোথায় খেলা এরকম গল্প করতে করতে যেত চালক ও অন্যান্য যাত্রীরা আর পায়ে তো আমার বুট ছিলোই সব সময় দেখেই বুঝত খেলোয়ার। ঐ যে ৫ টাকা দিয়েছি কয়েকবার টাকা ছিল না তাই। অথচ একই রাস্তায় অন্য সময় এত কম দিলে অনেক তর্ক বিতর্ক মানে গ্যাঞ্জাম করত।
ফুটবলার বলে তখন নিয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন