শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

চুয়াডাঙ্গা ও আমার ফুটবল খেলার দিনগুলো - ঘটনাটি যখন কলেজে পড়তাম

 আজ একটা বিষয় মনে পড়লো। কলেজে পড়তাম ২০১৫/১৬ এর দিকে প্রতিদিন ফুটবল খেলতাম। এক সময় বাসা থেকে দূরে স্টেডিয়ামে যাওয়া শুরু করি।

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য | উপনদী কাকে বলে | শাখা নদী কাকে বলে

আমরা যারা শিক্ষার্থী তারা উপনদী ও শাখা নদী এই দুইটা কাকে বলে মনে রাখতে পারি না। তাই আমি এই ক্লাসে সহজ ভাষায় শেখাব উপনদী ও শাখা নদী কাকে বলে এবং উপনদী ও শাখা নদী মনে রাখার কৌশল। আশা করি এই ক্লাসের পর থেকে কোনটি উপ নদী এবং কোনটি শাখানদী তা আর ভুল হবে না। তাই উপনদী ও শাখা নদীর পার্থক্য বুঝতে হবে এবং উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারলে আপনি সহজে পরীক্ষায় উত্তর করতে পারবেন।