আসসালামু আলাইকুম। সবাইকে KaziSilo ব্লগে স্বাগতম। বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।
আমি কষ্ট পেতে ভালোবাসি গানের লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। আইয়ুব বাচ্চু এর কণ্ঠে কষ্ট গান শোনার পর আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি গানের লিরিক্স খুঁজছেন। KaziSilo ব্লগের এইখানে সেই গানের লিরিক্স পাবেন।
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
আমি কষ্ট পেতে ভালোবাসি লিরিক্স (আইয়ুব বাচ্চু) | Ami Kosto Pete Valobashi Lyrics | Ayub Bachchu
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
তুই কি আমার হবি রে লিরিক্স | Tui Ki Amar Hobi Re Lyrics - Imran Mahmudul & Kona | রাতের সব তারা আছে দিনের গভীরে লিরিক্স
আসসালামু আলাইকুম। সবাইকে KaziSilo ব্লগে স্বাগতম। বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।
তুই কি আমার হবি রে গানের লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। ইমরান মাহমুদুল ও কনা এর কণ্ঠে গান শোনার পর তুই কি আমার হবি রে গানের লিরিক্স খুঁজছেন। KaziSilo ব্লগের এইখানে সেই গানের লিরিক্স পাবেন।
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন
আপনারা সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন। কারন ওর জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। পুরো লিখাটা পড়বেন আশা করি।
আমার কোচিং যখন শুরু করি তখন আমার ৪ জন শিক্ষার্থীর ছিলো। জিদান, উৎসব, আদ্রিতা আরেকটা মেয়ে। ওরা তখন এস এস সি পরীক্ষা দিবে।আস্তে আস্তে জিদান উৎসব এর সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেলো। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা। ছেলেটা জ্বলতেছিলো। নুরানী চেহারা। আমি মনে মনে ভাবলাম এত্ত সুন্দর দেখতেও ছেলে হয়? ছেলেটা আর কেউ নয় আমার ফারহান।