শুক্রবার, ১৪ জুন, ২০২৪

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ | সমালোচনার জবাব দিয়ে 'খুশি' সাকিব

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ এর লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের এই দিনের ম্যাচটা জেতা খুব দরকার ছিল বাংলাদেশ দলের জন্য। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে  সেই জয় পেয়ে সুপার এইটের পথে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে কিংসটাউনের আর্নোস ভেল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত খেলায় নেদারল্যান্ডসকে ২৫ রানে হারাল বাংলাদেশ। টসে হেরে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে করে ৫ উইকেটে ১৫৯ রান। জবাবে নেদারল্যান্ডস ক্রিকেট দল গুটিয়ে যায় ১৩৪ রানে। বাংলাদেশের পক্ষে শাকিব আল হাসান ৪৬ বলে ৬৪ রান করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

সমালোচনার জবাব দিয়ে 'খুশি' সাকিব


সমালোচনার জবাব দিয়ে 'খুশি' সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের কণ্ঠে ছিল স্বস্তির সুর। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব বলেন পুরো ইনিংস টেনে খেলার লক্ষ্য ছিলো তার,  'উপর থেকে কেউ একজনের পুরো ইনিংস ব্যাট করাটা গুরুত্বপূর্ণ ছিলো। ব্যাটিংয়ে অবদানঅবদান রাখতে পেরে খুশি আমি। এই উইকেট খুব সহজ ছিলো না। আমার মনে হয় স্নায়ু ধরে রেখে আমরা একটা ভালো পুঁজি গড়েছি। এটা চ্যালেঞ্জিং স্কোর ছিল। ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল বলব না।'

চ্যালেঞ্জিং স্কোর ছিল -  সাকিব


সাকিব অবশ্য দলকে জেতানোর কৃতিত্ব দিয়েছেন তার দলের বোলারদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন