‘মা, আমি আর হসপিটালে থাকতে চাই না। আমি খুব ক্লান্ত। এই কয়টা দিন আমি আমার জীবনটা নিজের মত করে উপভোগ করতে চায়। প্লিজ, আমাকে নিয়ে চলো’।
‘নাদিয়া, তুমি ভাল করেই জানো তুমি এখানে কেন আছো। তাহলে কেন নিজেকে বিপদে ফেলতে চাচ্ছো’?
‘আমি কিছু জানিনা। আমি শুধু জানি আমার হাতে আর অল্প কিছুদিন সময়। তাহলে বাকি সময়টুকু কেন আমি আনন্দে কাটাবো না’।
তখনই নার্স খাবার নিয়ে রুমে ঢুকলো। বিরক্তিকর একই খাবার দেখে নাদিয়া সজোরে দরজা খুলে বাইরে চলে আসলো। অনেক কষ্ট হচ্ছে তার। বুক ফেটে কান্না আসছে। নাদিয়া হসপিটালের ছাদে যেয়ে দাড়ালো যেন কেউ দেখতে না পায়।