শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

চুয়াডাঙ্গা ও আমার ফুটবল খেলার দিনগুলো - ঘটনাটি যখন কলেজে পড়তাম

 আজ একটা বিষয় মনে পড়লো। কলেজে পড়তাম ২০১৫/১৬ এর দিকে প্রতিদিন ফুটবল খেলতাম। এক সময় বাসা থেকে দূরে স্টেডিয়ামে যাওয়া শুরু করি।

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য | উপনদী কাকে বলে | শাখা নদী কাকে বলে

আমরা যারা শিক্ষার্থী তারা উপনদী ও শাখা নদী এই দুইটা কাকে বলে মনে রাখতে পারি না। তাই আমি এই ক্লাসে সহজ ভাষায় শেখাব উপনদী ও শাখা নদী কাকে বলে এবং উপনদী ও শাখা নদী মনে রাখার কৌশল। আশা করি এই ক্লাসের পর থেকে কোনটি উপ নদী এবং কোনটি শাখানদী তা আর ভুল হবে না। তাই উপনদী ও শাখা নদীর পার্থক্য বুঝতে হবে এবং উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারলে আপনি সহজে পরীক্ষায় উত্তর করতে পারবেন।

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

জিমে না গিয়েও শরীর ফিট রাখবেন যেভাবে | ব্যায়াম বা শরীর চর্চা by KaziSilo

সুন্দর জীবনের জন্য চাই শরীর সুস্থ আর শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। শরীরকে সুস্থ ও মনকে নির্মল রাখতে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই।

শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আমি কষ্ট পেতে ভালোবাসি লিরিক্স (আইয়ুব বাচ্চু) | Ami Kosto Pete Valobashi Lyrics | Ayub Bachchu

আসসালামু আলাইকুম। সবাইকে KaziSilo ব্লগে স্বাগতম। বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।

আমি কষ্ট পেতে ভালোবাসি গানের লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। আইয়ুব বাচ্চু  এর কণ্ঠে কষ্ট গান শোনার পর আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি গানের লিরিক্স খুঁজছেন। KaziSilo ব্লগের এইখানে সেই গানের লিরিক্স পাবেন।

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

তুই কি আমার হবি রে লিরিক্স | Tui Ki Amar Hobi Re Lyrics - Imran Mahmudul & Kona | রাতের সব তারা আছে দিনের গভীরে লিরিক্স

আসসালামু আলাইকুম। সবাইকে KaziSilo ব্লগে স্বাগতম। বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।

তুই কি আমার হবি রে গানের লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। ইমরান মাহমুদুল ও কনা এর কণ্ঠে  গান শোনার পর তুই কি আমার হবি রে গানের লিরিক্স খুঁজছেন। KaziSilo ব্লগের এইখানে সেই গানের লিরিক্স পাবেন।

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন

আপনারা সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন। কারন ওর জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। পুরো লিখাটা পড়বেন আশা করি। 

আমার কোচিং যখন শুরু করি তখন আমার ৪ জন শিক্ষার্থীর ছিলো। জিদান, উৎসব, আদ্রিতা আরেকটা মেয়ে। ওরা তখন এস এস সি পরীক্ষা দিবে।আস্তে আস্তে জিদান উৎসব এর সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেলো। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা। ছেলেটা জ্বলতেছিলো। নুরানী চেহারা।  আমি মনে মনে ভাবলাম এত্ত সুন্দর দেখতেও ছেলে হয়? ছেলেটা আর কেউ নয় আমার ফারহান। 

শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনী, উচ্চতা, বয়স, ফটো, ফ্যামিলি,জীবনসঙ্গী, ক্যারিয়ার এবং সম্পূর্ণ প্রোফাইল | Biography Bangla

আপনার প্রিয় তারকা বা সেলিব্রেতিদের সম্পর্কে তথ্য জানুন। ক্রিস্টিয়ানো রোনালদো বিখ্যাত ফুটবল তারকা। চলুন ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে দেখে নিই:

শুক্রবার, ১৪ জুন, ২০২৪

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ | সমালোচনার জবাব দিয়ে 'খুশি' সাকিব

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ এর লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের এই দিনের ম্যাচটা জেতা খুব দরকার ছিল বাংলাদেশ দলের জন্য। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে  সেই জয় পেয়ে সুপার এইটের পথে বাংলাদেশ। 

মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ভালবাসা কি? ভালবাসা কাকে বলে? ভালোবাসা বলতে কি বুঝায়? ভালবাসার ধরণ

ভালবাসা (ভালোবাসা) একটি জটিল ও বহুমুখী মানবিক অনুভূতি যা অনেক ধরনের আবেগ, আচরণ এবং মানসিক অবস্থার সংমিশ্রণে গঠিত। এটি গভীর স্নেহ, যত্ন এবং সংযোগের প্রকাশ। ভালবাসার প্রকৃত অর্থ ও তার প্রকাশ বিভিন্ন মানুষের মধ্যে, সংস্কৃতিতে এবং পরিস্থিতিতে ভিন্ন হতে পারে। নিচে ভালবাসার কিছু প্রধান দিক এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো:

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

Bangla Love Story: অসম্পূর্ণ পূর্ণ ভালবাসা (নাদিয়া ও নীল)

‘মা, আমি আর হসপিটালে থাকতে চাই না। আমি খুব ক্লান্ত। এই কয়টা দিন আমি আমার জীবনটা নিজের মত করে উপভোগ করতে চায়। প্লিজ, আমাকে নিয়ে চলো’।

‘নাদিয়া, তুমি ভাল করেই জানো তুমি এখানে কেন আছো। তাহলে কেন নিজেকে বিপদে ফেলতে চাচ্ছো’?

‘আমি কিছু জানিনা। আমি শুধু জানি আমার হাতে আর অল্প কিছুদিন সময়। তাহলে বাকি সময়টুকু কেন আমি আনন্দে কাটাবো না’।

তখনই নার্স খাবার নিয়ে রুমে ঢুকলো। বিরক্তিকর একই খাবার দেখে নাদিয়া সজোরে দরজা খুলে বাইরে চলে আসলো। অনেক কষ্ট হচ্ছে তার। বুক ফেটে কান্না আসছে। নাদিয়া হসপিটালের ছাদে যেয়ে দাড়ালো যেন কেউ দেখতে না পায়।

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্বামী স্ত্রী বিচ্ছেদ ও মায়ের ভালোবাসা - আমার মা নাদিয়া রহমান রাতে ঔষধ শরীরে মালিশ করে দিলেন

আমার নাম জনি রহমান। আমার বয়স ২৬ । আমি পেশায় একজন ভ্যান চালক আর বাড়ি মালদায়। বছর খানেক আগে আমার বাবা তাপপ্রবাহে মারা জান। উনিও আমার মত ভ্যান চালাতেন। এই অঞ্চলে গরম এর দিনে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির পারদ ছুঁয়ে যায়। তাই এই অঞ্চলে এই তাপপ্রবাহে প্রতি বছর অনেক মানুষ মারা জান।

সুন্দরী মামীকে রাতে একা পেয়ে প্রতিশোধ নেওয়া

আমার নাম জনি । আমি আমার লাইফের একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি । আমার বয়স তখন ১৬ । আমি তখন সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করে দুই তিন মাসের ছুটিতে মামার বাড়িতে যাই। সেখানে মামী আর খালা থাকতো । আর মামা বাইরের একটা বড় কোম্পানিতে চাকরী করেন। ২ বছর হলো মামা আর মামীর বিয়ে হয়েছে । কিন্তু তাদের এখনো কোনো সন্তান হয় নি । আসলে মামা প্রায় পাঁচ ছয় মাস পর পর বাড়িতে আসতো। মামা বাড়ি আমাকে খুব আদর করতো সবাই। 

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মন পিপাসায় বুক ফাটে রে লিরিক্স | Mon Pipasay Buk Fate Re Lyrics | নগর বাউল জেমস

আসসালামু আলাইকুম। KaziSilo ব্লগে স্বাগতম। নগর বাউল জেমস এর গান মন পিপাসায় বুক ফাটে রে কেমনে জ্বালা সই লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। মন পিপাসায় গান শোনার পর যারা গানের লিরিক্স খুঁজছেন তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ। KaziSilo ব্লগের এইখানে Mon Pipasay Buk Fate Re গানের লিরিক্স পাবেন। এই বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

একদিন ছিল উচ্ছ্বল নদী লিরিক্স | Ekdin chilo uchhol nodi Lyrics | স্টেশন রোড - নগর বাউল জেমস

আসসালামু আলাইকুম। KaziSilo ব্লগে স্বাগতম। নগর বাউল জেমস এর গান একদিন ছিল উচ্ছল নদী নদীর পাঁজরে  ঢেউ লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। একদিন ছিল উচ্ছ্বল নদী গান শোনার পর যারা গানের লিরিক্স খুঁজছেন তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ। KaziSilo ব্লগের এইখানে একদিন ছিল উচ্ছ্বল নদী গানের লিরিক্স পাবেন। এই বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।

শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

ঝর্ণা থেকে নদী লিরিক্স | Jhorna Theke Nodi Lyrics | স্টেশন রোড - নগর বাউল জেমস

আসসালামু আলাইকুম। সবাইকে KaziSilo ব্লগে স্বাগতম। বাংলা গানের লিরিক্স দিয়ে সাজানো হয়েছে KaziSilo ব্লগের এই পোস্টটি।
নগর বাউল জেমস এর গান ঝরণা থেকে নদী বয়ে চলে যায় লিরিক্স নিয়ে KaziSilo এর এই পোস্টটি তৈরি। ঝর্না থেকে নদী, বয়ে চলে গান শোনার পর যারা গানের লিরিক্স খুঁজছেন তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ। KaziSilo ব্লগের এইখানে ঝর্না থেকে নদী গানের লিরিক্স পাবেন।