শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

গত রাতে হথাৎ আমার রক্তপাত হয়েছিল

আমি গত ২ দিন ধরে অসুস্থ জর কি না জানি না তবে গতকাল গোসল করেছি সমস্যা হয় নি। জাস্ট মাথা ঘুরে আর পেইন খুব মাথায়। আর গতকাল ২-৩ টার সময় ঘুমাতে যাব তখন নাকের ভেতর হাত দিই। আর অমনি আলতো ছোয়ায় ফাটিয়ে ফেলি, বেশি জোরেও কিন্তু আঘাত করি নি। যাই হোক দেখি পানিতে ভরে যাচ্ছে নাক। অন্ধকারে তাই জিনিসটা কি দেখি নি। হথাৎ মাথায় আসল রক্তের বিষয়টা। 

মোবাইলের আলো অন করে দেখি যা ভেবেছি তাই। তখন হাত ভর্তি রক্ত। আমি দ্রুত মশারির বাইরে বের হলাম আর লাইট অন করে টিসু হাতে নেই। তারপর আমি নাক চেপে ধরে গুগলে সার্চ দেই আর রক্ত বন্ধের উপায় দেখে আমার পজিশন চেঞ্জ করে সামনের দিকে ঝুঁকি। এক দুই মিনিট পর আমি সব পরিষ্কার করি আর নিজে ক্লিন হয়ে এসে আবার নাক চেপে ধরে রাখি কিছু সময়। সব কিছু একাই করি। আম্মু আব্বুকে পর্যন্ত বলি নি এত রাত এ। 

গত রাতে হথাৎ আমার রক্তপাত হয়েছিল


জানেন আমি রক্ত দেখলে খুব ভয় পাই। বাট এই প্রথম এমন অভিজ্ঞতা হল। আমার দেখা আগের থেকে হয়ত একটু বেশি রক্ত পড়েছে। 

গত রাতে হথাৎ আমার রক্তপাত হয়েছিল 1


তবে মজার বিষয় হচ্ছে আমি পড়ে নিজেকে সামলে নেই আর ভাবি এতক্ষণ যখন অন্ধকারে রক্ত না দেখে থাকতে পেরেছি এখনো পারব। 

গত রাতে হথাৎ আমার রক্তপাত হয়েছিল 2


আর অতীতে ওই চিন্তাটা আসে নি মাথায়। রক্ত সব পড়ে গেলে মারা যাব এটা ভাবতাম অতীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন