শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
পাইথন ভেরিয়েবল ও ডাটা টাইপ | Python Bangla Tutorial
শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
গত রাতে হথাৎ আমার রক্তপাত হয়েছিল
আমি গত ২ দিন ধরে অসুস্থ জর কি না জানি না তবে গতকাল গোসল করেছি সমস্যা হয় নি। জাস্ট মাথা ঘুরে আর পেইন খুব মাথায়। আর গতকাল ২-৩ টার সময় ঘুমাতে যাব তখন নাকের ভেতর হাত দিই। আর অমনি আলতো ছোয়ায় ফাটিয়ে ফেলি, বেশি জোরেও কিন্তু আঘাত করি নি। যাই হোক দেখি পানিতে ভরে যাচ্ছে নাক। অন্ধকারে তাই জিনিসটা কি দেখি নি। হথাৎ মাথায় আসল রক্তের বিষয়টা।
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
IPTV: The Ultimate Guide to Internet Protocol Television with the Best IPTV Service Providers
Introduction
IPTV or Internet Protocol Television is a revolutionary technology that has changed the way we consume television content. With IPTV, users can stream their favorite TV shows, movies, and sports events on any device, including smartphones, tablets, and smart TVs. In this guide, we will explain what IPTV is, how it works, and the benefits of using it with the best IPTV service providers available in the market.
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
গল্প: একজন ডিভোর্সি মায়ের সংগ্রাম | ভাঙ্গা কিন্তু পরাজিত নয়: একক মায়ের জয়
সাদিয়া জাহান ঘরের কোণে খালি খাঁচাটির দিকে তাকিয়ে রইল, তার মুখ দিয়ে অশ্রু ঝরছে। এমনটা হওয়ার কথা ছিল না। তার একজন অংশীদার থাকার কথা ছিল, এমন একজনের সাথে একটি শিশুকে বড় করার আনন্দ এবং কষ্টগুলি ভাগ করে নেওয়ার জন্য। পরিবর্তে, তিনি একজন ডিভোর্সি বা তালাকপ্রাপ্ত একক মা ছিলেন, শেষ মেটানোর জন্য সংগ্রাম করছিলেন। বিবাহবিচ্ছেদকে অতিক্রম করা এবং বিবাহবিচ্ছেদের পরে একক মায়ের যাত্রা ও একা একটি শিশুকে বড় করা মোটেও সহজ ছিল না।
শনিবার, ১ এপ্রিল, ২০২৩
আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম কিভাবে কাজ করে?
আইপিএলের এবারের আসরে নতুন নিয়ম হিসেবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ চালু হয়েছে। ইতোমধ্যে আইপিএলের প্রথম ম্যাচেই এর ব্যবহার করা হয়েছে। ফুটবলের মতো প্লেয়ার সাব করার নিয়ম হলেও আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মে কিছুটা ভিন্ন রয়েছে।
Clearing the Air: Strategies for Preventing and Mitigating Air Pollution
Air pollution is a serious issue that affects many parts of the world. It poses a threat to public health, causes environmental damage, and contributes to climate change. Air pollution can come from many sources, including industrial emissions, vehicle exhaust, and burning fossil fuels. In this article, we will explore the causes and effects of air pollution, and discuss strategies for preventing and mitigating this problem.