ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করার কিছু কারণ রয়েছে:
১। ফেসবুক আজকাল খুব কঠোরভাবে এটি করে যেন আপনি স্প্যাম মন্তব্য বা আপনার ওয়ালে কোনো স্প্যাম লিঙ্ক পোস্ট করার চেষ্টা করেন।
২। আপনি যদি এমন একটি লিঙ্ক শেয়ার করেন যা খারাপ সাইট বা অননুমোদিত সাইটগুলিকে ফেসবুকের ব্লক করা সাইটগুলিতে লাইক দেয়।
৩। ফেসবুক প্রথমে আপনার সমর্থন মেইল বক্সে আপনাকে সতর্ক করে যে স্প্যাম লিঙ্ক করবেন না কিন্তু তবুও আপনি চালিয়ে যান তাহলে ফেসবুক এই ধরনের পোস্টগুলিকে ব্লক করবে এবং তারপরে এটি চলতে থাকলে স্ট্রাইক আসবে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার মতো।
৪। আপনি যদি কাউকে বার্তা পাঠান এবং সেই ব্যক্তি ফেসবুকে রিপোর্ট করেন তাহলে অ্যাকাউন্টটিও স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই খারাপ কিছু ইনবক্সে লিখবেন না।
৫। কারো ভিডিও আপলোড করলে সেটা কপিরাইট আইনে ফেসবুক আইডি ডিজেবল হতে পারে। তাই অন্যের ভিডিও ইউজ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
৬। এছাড়াও ফেসবুক ( Facebook ) কিছু নির্দেশিকা পরিবর্তন করেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের জন্য এই ধরনের জিনিস করে।
এছাড়া ফেসবুক এর রুলস না মানা ফেসবুক আইডি নিস্ক্রিয় হওয়ার অন্যতম কারন। তাই আমরা যখন কোন কোম্পানির সার্ভিস ইউজ করব অবশ্যই সবার আগে তার রুলস ও শর্তগুলি জেনে নিব। তাহলেই আমাদের আইডি সেইফ থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন