রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ত্বক ফর্সা করার কার্যকরী ঘরোয়া উপায় - ঘরোয়া বিউটি টিপস

আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কিছু ঘরোয়া ফেসমাস্ক দেখে নিন।

ত্বক ফর্সা করতে ঘরোয়া বিউটি টিপস:

লেবুঃ

আপনার ত্বককে উজ্জ্বল করতে আর ত্বক থেকে দাগ ও ময়লা পরিষ্কার করতে লেবুর তুলনা হয়না। খানিকটা লেবুর রস হাতে নিয়ে ত্বকের কালো হয়ে যাওয়া অংশে অথবা দাগের জায়গায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে ব্যবহার করতে থাকলে দেখবেন আপনার ত্বকের দাগ ময়লা দূর হয়ে ত্বক ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠছে। তবে মনে রাখবেন ত্বক কোন ক্ষত থাকতে বা কাঁটাছেড়া থাকলে সেখানে লেবুর রস ইউজ করা যাবে না।

তরমুজঃ

তরমুজ ত্বককে ফ্রেস আর উজ্জ্বল করতে অনেক উপকারী। গরমের দিনগুলিতে দিনে একবার তরমুজ ত্বকে লাগিয়ে দেখুন ত্বক সতেজ আর ফর্সা হয়ে উঠবে।

মনে রাখবেন তরমুজ ত্বকে লাগাতে যদি কোন উপসর্গ দেখা দেয় তবে এটি আপনার ত্বকে ব্যবহার না করাই ভালো।

মধুঃ

মধু আর লেবুর সংমিশ্রণ ত্বকের ফর্সা ভাবকে বাড়াতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত।

মধু আর লেবুর রস  সমপরিমাণ মিশিয়ে ত্বকে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক হয় সেক্ষেত্রে মধুর সাথে শশার রস ব্যবহার করুন।

হলুদঃ

রূপচর্চায় হলুদের ব্যবহার হয়েছে সর্বাধিক। আপনার ত্বককে তাৎক্ষণিকভাবে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে হলুদের জুড়ি নেই।

সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি ত্বকে হলুদ লাগিয়ে দেখুন কেমন জাদুকরীভাবে আপনার ত্বক ফর্সা হতে শুরু করবে।

আলুঃ

আলু ত্বকে ন্যাচারাল ব্লিচিং এর কাজ করে এবং এটা ত্বক উজ্জ্বল করে তোলে। আলুর রস ত্বকে লাগিয়ে কিছু সময় রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যদিও এটা একটু ধীর গতিতে কাজ করে তবে এই পদ্ধতিতে প্রাপ্ত ফর্সাভাব দীর্ঘস্থায়ী হয়।

ডিমের কুসুমঃ

ডিমের কুসুম ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি ডিমের কুসুম বাটিতে নিয়ে তাতে কিছুটা মধু মিশিয়ে ত্বকে এই উপাদানটি ফেসপ্যাক হিসেবে ইউজ করুন।

এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভালো ফলাফলের জন্যে এই ফেসপ্যাকটি মাসে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করুন বাজারে কিনতে পাওয়া যেকোন ধরণের বিউটি প্রোডাক্ট বা পার্লারের ব্যয়বহুল স্কিন ট্রিটমেন্টের থেকে ঘরোয়া এই টিপসগুলি আপনার ত্বককে ফর্সা করতে ভালো কাজ করবে।

Skin Care bangla KaziSilo Tips

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন