সময়ের সাথে মানিয়ে নেওয়া মানুষগুলি অনেক অসাধারণ হয়। তারা অনেক শক্তিশালী হয় নিঃসন্দেহে।
কেউ বদলে গেলে কিংবা ছেড়ে চলে গেলে সেই একটা মানুষের অভাব, কথার আঘাত, বুকে পাথর বেঁধে চেপে রাখার কষ্টগুলি তাড়াতাড়ি শেষ হয় না। শুধুমাত্র মানিয়ে নিতে হয় জীবনে বেঁচে থাকার তাগিদে।
আসলেই সব কিছু কখনোই ঠিক হয় না। বেঁচে থাকার তাগিদে মানুষ সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। সময়ের সাথে মানুষও পরিবর্তন হয়।
সময় আপনাকে যা শিখিয়ে দেবে তা কিছু সময় ভালো থাকতে আপনাকে অনেক অগ্ৰসর করবে। এই সময়ের কারনে আপনি পরিশ্রম করতে চাইবেন, অতীতকে ভুলতে চাইবেন। একটি মানুষের সময়ের সঙ্গে আঘাত মুছে গেলেও অনুভূতি গুলো রয়ে যায়।
একটি ভুল মানুষ বারবার করে না, ভুল থেকেই মানুষ শিক্ষা নিয়ে শুধরে নেয় নিজেকে, সত্যিই বলতে সময় থাকতে আপনি আপনার নিজের ভালো বুঝতে পারলে হয়, সময় আপনাকে যা শিখিয়ে দিয়ে যায় তাই আজীবন মনে রাখুন। জীবনকে উপভোগ করুন সত্যকে মেনে নিয়ে। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন