শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

গ্রিন টি সমাচার

সকালবেলা নাস্তা শেষ করে নাদিয়া গ্রিন টি পান করছে,

পাশের রুম হতে সদ্য গ্রাম থেকে আসা শাশুড়ি পান চিবুতে চিবুতে ডাইনিং এর সামনে আসলো,

তাকে দেখেই নাদিয়া-

বসুন মা,

শাশুড়ি: না না ঠিক আছে,

এইডি কিতা বৌমা?

নাদিয়া: ওহ্ এগুলি হচ্ছে গ্রিন টি আম্মা!

শাশুড়ি: কিতা?

নাদিয়া: গ্রিনটি মানে সবুজ চা,

শাশুড়ি: চা?

নাদিয়া: জ্বি, আপনি খাবেন বানিয়ে দিবো?

শাশুড়ি: দেও কদ্দুর খাইয়া দেহি!

     নাদিয়া এক মগ গ্রিন টি বানিয়ে তার শাশুড়ির সামনে দিলো আর নিজেরটা শেষ করে বলল-

"আপনি তাহলে খান আম্মা আমি রান্না বসাবো,

শাশুড়ি: আইচ্ছা যাও,

    নাদিয়া যেতেই নাদিয়ার শাশুড়ি মগের চা গুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর বলছে-

"এইডি আবার কেমন চা?

যাই হোক অনেক ভেবে চায়ে এক চুমুক দিতেই ওয়াক থু বলে সব ফেলে দিলো আর বাকি চা গুলো বেসিনে ফেলে দিলো,

নাদিয়াকে সে কিছুই বলল না,

রাতে ছেলে বাড়িতে ফিরলো খাওয়া দাওয়া করলো,

খাওয়া দাওয়া শেষ হতেই মা ছেলের হাত ধরে ঘরে নিয়ে গেলো আর বলতে লাগলো--

"বাবারে আমি আইসা কি তোদের খুব বেশি বিপদে ফালাইছি?

ছেলে: ছি মা এমন করে কেনো বলছো?

মা: কেন কমুনা?

ছেলে: কি হয়েছে বলো?

নাদিয়া কিছু বলেছে?

মা: কিছু কইলে তো বালোই হইতো এমন না কইরা!

ছেলে: কি করেছে বলবা তো!

মা: তয় শোন!

আজকে তোর বউ নাস্তা কইরা চা খাইতাসে,

আমি কইলাম কি খাও মা?

ওয় কইলো চা খাই খাইবেন?

আমি কইলাম হ দাও খাই একটু!

ছেলে: তারপর?

মা: তারপর আর কি?

আমার চা খাওয়ার স্বাদ জন্মের লাইগা মিটাইয়া দিছে তোর বউ!

ছেলে: আহ্ মা কি করেছে বলবা তো!

মা: চায়ের মধ্যে না একটু দুধ না একটু চিনি,

আর দুধ চিনি থাক একটু লবনই না হয় দিতো!

হুদা সবুজ পানি কতো গুলা!

এর মধ্যে নাদিয়া হাতে করে দু মগ গ্রিনটি নিয়ে রুমে আসে, কারন রাতে খাবারের পর নাদিয়া আর তার হাজবেন্ড দুজনেরই গ্রিনটি খাওয়ার অভ্যাস,

নাদিয়া তার শাশুড়িকে দেখে বলে-

"আম্মা আপনি এখানে?

ঘুমান নি?

তাহলে আপনার জন্যও নিয়ে আসি এক মগ গ্রিনটি?

মা ছেলেকে পিছন থেকে চিমটি কেটে বলে-

"এই দেখ এগুলাই দিছে আমারে!

আবার এখন ও আবার খাইতে কয়!

ছেলে মায়ের অভিযোগ শুনে হাসতে হাসতে ফেটে পরে,

ছেলের হাসি দেখে মা আর বউ দুজনই হা করে তাকিয়ে থাকে,

ছেলেঃ আরে মা!

এসব গ্রিনটি!

এগুলো চিনি দুধ বা লবন ছাড়াই খায়,

এই দেখো আমার জন্য এনেছে মুখে দিয়ে দেখো এগুলোতে ও কিছু দেওয়া নাই,

দেখো খেয়ে!

মা: ধুর ধুর!

তোর খা এইডি!

ছি এইতান ও নাকি মানুষ খায়,

দুধ নাই চিনি নাই এইতান বলে চা!

হায়রে শহরের মানুষ!

এই বলে শাশুড়ি নিজের রুমের দিকে চলে যায়,

    নাদিয়া হাজবেন্ড সব খুলে বলে আর দুজনই হেসে দেয়,

নাদিয়া আসলে আমারই ভুল হয়েছে!

মাকে কেনো দিলাম?

আসলে আমার মাথায়ই ছিলোনা তিনি গ্রিনটির সাথে পরিচিত না!

সকালে উঠে নাস্তার পর মাকে খুব বেশি করে দুধ চিনি চা পাতা দিয়ে কড়া এক মগ চা করে দিবো আর গ্রিনটির জন্য সরি বলবো,

"হুম সেটাই করো,

তারপর তারা দুজনই আয়েশ করে গ্রিনটি পান করতে থাকে।


গ্রিন টি সমাচার

লেখক- মুসকান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন