এই তো বছর তিনেক আগের কথা। আমরা প্রতিদিন নিয়ম করে কথা বলতাম। আর তোমাকে পেয়েই শুরু হতো আমার বকবকানি। "জানো, আজকে কি হয়েছে!" তোমার জন্য তখন মাঝে মাঝেই নিজেকে সজ্জিত করে আয়নার সামনে নিজেকে তুলে ধরতাম। আর ভাবতাম সুন্দর করে ছবি তুলে ওকে দিতে হবে। জানো, তখন সাজতে আমার কোনো ক্লান্তিও ছিলো না। কারণ তখন যে আমি তোমার জন্য সাজতাম। রাত্রি জেগে কতই না রঙ- বেরঙের স্বপ্ন বুনেছি তোমাকে নিয়ে তার তো হিসাব করাই হলো না।
হঠাৎ "বিচ্ছেদ" নামক শব্দটি আমাদের কথা বলা বন্ধ করে দিলো। আর কোন কথা হলো না তো হলোই না। তারপর আস্তে আস্তে ভাঙ্গতে থাকে আমার সেই রঙ বেরঙের স্বপ্নগুলি। যেগুলো কি না আমাদের পূর্ণতা পাওয়ার কথা ছিলো। অথচ আজ সেগুলোই সম্পূর্ণ অপরিপূর্ণ। জানো, এখন আমার আর সাজতে ভালো লাগে না। অনেকদিন কোন ছবিও তোলা হয় না। সেইদিন যখন দেখা হলো তুমি একটি বারও আমার সাথে কথা বললে না। আর আমি শেষবারের মতো তোমার চোখে আমাকে হারানোর ভয় দেখতে চেয়েছিলাম। কিন্তু আফসোস আমি সেটি দেখতে পায়নি। আচ্ছা, তোমার কাছে কি ইগো সবকিছু, আমি বুঝি কিছু না!
রাইটার: নিলুফার জাহান রুবাইয়া
আরও পড়ুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন