শূন্য পকেটে ভালোবাসা হয় না কিংবা শূন্য পকেটে সংসার হয় না এ কথাটি আমি বিশ্বাস করি না। ভালোবাসা অর্থ দেখে না। ভালোবাসা টিকিয়ে রাখতে টাকার প্রয়োজন হয় না। কারো প্রয়োজন হলেও আমার হয় নি।
যাকে ভীষণ রকম ভালোবাসি তার বুক পকেটে কত টাকা আছে তার খোজ করতে যাই নি কখনো। বরং বারবার খুজেছি তার বুকের ভেতর আমার জন্যে কতটুকু জায়গা।
যাকে ভালোবাসি সে বেকার বলে অন্যের গলায় ঝুলে যাওয়ার মত মেয়ে আমি নই। প্রতিষ্ঠিত কারো সংসার করার থেকে প্রিয় মানুষটাকে প্রতিষ্ঠিত হতে দেখা অনেক বেশী স্বস্তির।
এখন দুইজন মিলে হিসেব কষি স্বল্প বেতন কোথায় কিভাবে খরচ হবে।
শূন্য পকেটে এই হয় না অই হয় না এগুলো আসলে কিছুই না। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে পকেট ভর্তি টাকার প্রয়োজন নয়। প্রয়োজন দুইজনের তীব্র ইচ্ছা। মন থেকে চাইলেই কিন্তু সব হয়। শুধু তীব্র ভাবে চাইতে হয়।
আমার শূন্য পকেটে ভালোবাসা শূন্য পকেটের সংসার দুটোই হয়েছে।
লেখক: সাহেরা রাহমান বিথী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন