Can be done if the salt in the curry is high.
সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
What is Content Writing? Top 14 Tips for Content Writing for Beginners
The question I get the most is, why are there no like comments on your page posts? How to share like comments? How to attract the audience?
After entering that page, nothing is mentioned other than the product name and price. How can the audience be attracted? not at all
When you go to the market, if someone tells you to buy this saree, the price is so much. You must not take! And no one says that. Why should you take the saree, what is the color, what is the material, how comfortable it is to read, but we are interested in that saree. Then just say the name and price, how do you expect the sale!
A quality content is most important to attract the audience. Many people told me what content means? This post will discuss that.
বাংলা গল্প: ভয়
গতকাল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলাম আর ছবির ক্যাপশন ছিলো,”এই রোমান্টিক আবহাওয়ায় যার বউ নাই তার কোলবালিশ আছে অথচ আমার বউ কোলবালিশ কোনটিই নাই ”
আজ সকালে দেখি আমার গার্লফ্রেন্ড লাবনী একটি কোলবালিশ নিয়ে আমার অফিসে এসে হাজির।
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
বাংলা গল্প: মেহজাবিনের সংসার - Bengali Story Read Online
আমার স্ত্রীর নাম মেহজাবিন। সে শুধু আমার সহধর্মিণীই না সে আমার সমস্ত ভালো লাগার জায়গা। জীবনে পরিবারের পর যে মানুষটির সাপোর্ট আমি সবচেয়ে বেশি পেয়েছি সেই মানুষটি আমার মেহজাবিন।
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
বাংলা গল্প: থ্যাঙ্কিউ ভাইয়া Bengali Story Read Online
মধ্যদুপুর। কলেজ থেকে বাসে করে বাড়ি ফিরছি। বদরুন্নেসা মহিলা কলেজের সামনে থেকে বেশ কিছু মেয়ে বাসে উঠে পড়ল। তার মধ্য থেকে একটি গোলাপি পোষাকে আবরিত মেয়ে আমার পাশে বসলো নিরাপদ দূরত্ব বজায় রেখে। আর আমি জানালার বাইরে উজ্জ্বল শহর দেখছি। সূর্যের উত্তপ্ত কিরণ আমাদের চোখেমুখে এসে পড়ছে। ঢাকা মেডিকেলের স্টপ থেকে আরো যাত্রী বাসে উঠলো।
বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
বাংলা গল্প: আজ ৩৫ বৎসর পর - Bengali Story Read Online
আমার ভীষণ মনে পড়ে সেদিনটার কথা,
যখন সে বলেছিলো,
- এতো ঘুরাঘুরির, দেখাদেখির কি আছে? আমার মেয়ে মানুষ নিয়ে ঘুরতে লজ্জা লাগে।তোমার ঘুরতে হলে অন্য কাউকে নিয়ে ঘুরো,বিরক্ত করো না আমায়। আমার কি কোনো কাজ নেই?
সুস্থতায় এক কাপ আদা চায়ের ভূমিকা
সারা বিশ্বে জনপ্রিয় যত পানীয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চা। শুধু জনপ্রিয় নয় চা অনেক উপকারীও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চায়ের সাথে যদি আদা যুক্ত করা হয় তা হলে এর উপকারীতা বৃদ্ধি পায় কয়েকগুণ। কারণ আদায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান; যা আমাদের শরীরের রোগ-জীবাণু ধ্বংস করে। জ্বরজ্বর ভাব, গলা ব্যথা ও মাথাব্যথা ইত্যাদি দূর করতে সাহায্য করে আদা চা। তবে রান্নার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ একটু বেশি।
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
জোকস: খাবার মুখে কথা বলতে নেই
আমাদের সবার প্রিয় জনি ভাই ছোটবেলা একদিন তার বাবা-মার সাথে খেতে বসেছিল।
ডেঙ্গু হলে রোগীকে কখন হাসপাতালে নেবেন - বাংলা হেলথ প্রশ্ন উত্তর
ডেঙ্গু রোগীকে কখন হাসপাতালে নেবেন চলুন জেনে নেই এই পোস্টে। তার আগে জানতে হবে ডেঙ্গু জরের ক্যাটাগরি সম্পর্কে। ডেঙ্গু জর হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন এটি নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির ওপর।
ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি? বাংলা হেলথ প্রশ্ন উত্তর
দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সকলের সতর্কতা থাকা জরুরি। চলুন জেনে নেই ডেঙ্গু জরের লক্ষণগুলি কি কি।
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
ডেংগু জ্বরে কি ঘটে? প্লেটলেট কমে গেলে কী হয়? বাংলা হেলথ প্রশ্ন উত্তর
বর্তমান আমাদের দেশে ডেংগু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু নিয়ে প্রশ্ন উত্তরে এর পোস্টে আপনারা জানবেন ডেংগু জ্বরে কি ঘটে? এবং প্লেটলেট কমে গেলে কী হয়?
ডেঙ্গুতে প্লেটলেট কমে যাওয়া কি বিপজ্জনক? বাংলা হেলথ প্রশ্ন উত্তর
শরীরের প্লেটলেটের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু ডেঙ্গুর তীব্রতা মাপা হয় না। প্লেটলেট ঠিক থাকলে রোগী ভালো থাকবে এমনটি নয়। আর প্লেটলেট দিলেই যে রোগী সুস্থ হয়ে উঠবে এমনও নয়। অনেক কারণেই মানব দেহের প্লেটলেট কমে যেতে পারে। Dengue Fever
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
এলার্জি থেকে মুক্তির কার্যকরী ঘরোয়া উপায় - বাংলা হেলথ টিপস
এলার্জি থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে আমাদের কিছু নিয়ম মানতে হবে তাহলেই এলার্জি থেকে বেঁচে থাকা সম্ভব হবে।
ত্বক ফর্সা করার কার্যকরী ঘরোয়া উপায় - ঘরোয়া বিউটি টিপস
আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কিছু ঘরোয়া ফেসমাস্ক দেখে নিন।
ছোটগল্প: কল্পনা হারানোর ভয় - Bengali Story Read Online
নিশান চায়ের দোকানে বসে সিগারেট ফুঁকছে। রাত প্রায় এগারোটা। আকাশে অনেক মেঘ করেছে। দোকানে আর কোনো কাস্টমার নেই। দোকানদার বলল,
-- ভাইজান মনে হচ্ছে বৃষ্টি আইবো। আমি
তো দোকান বন্ধ কইরা বাড়ি যাবো গা।
অণুগল্প: শহুরে স্বামী - Bengali Story Read Online
হেমন্তের ঘ্রাণ বইছে বাতাসে।
কুয়াশার আমন্ত্রণ মিশেছে প্রভাতে। অভিমানীর মনে তীব্র অভিযোগ।
শনিবার, ২২ অক্টোবর, ২০২২
গল্প: উপকারের প্রতিদান - Bengali Story Read Online
সেদিন ক্লাস শেষ করে আমি বের হয়েছি। গেইটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্যে আমি অপেক্ষা করছিলাম। সেই ফাঁকে ব্যাগ থেকে মোবাইলটা বের করে মাত্র ফেসবুক লগইন করেছি। ঠিক সেই মুহূর্তে আমার সমবয়সী একটি মেয়ের আগমন। দেখে বুঝা যাচ্ছে আমার মতোই স্টুডেন্ট। হয়তো কোনো কোচিং সেন্টার থেকে বের হয়েছে। মেয়েটির চোখে মুখে অস্থিরতা, কপালে চিন্তার ভাজ স্পষ্ট দেখা যাচ্ছে৷
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
গল্পের নাম শেষ মুহূর্ত
চেয়ারের উপর দাঁড়িয়ে আছে তানিশা। তার মাথার উপরের সিলিং ফ্যানে ঝুলছে তাঁর ওড়না। ওড়নাটিকে গোল করে পাকিয়ে গিট দিয়ে নিল। আজকে সে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে। সে কারনেই এত তোড়জোড়।
সারপ্রাইজ হ্যাপি এনভার্সারি
আমার বোন আর আমার স্বামীকে এক সঙ্গে রিক্সায় দেখে এক সাইডে দাঁড়ালাম। মূলত এই দৃশ্য দেখতেই আজ আমি বাসা থেকে বের হয়েছি। কয়েকদিন ধরে ওদের আমি খুব সন্দেহ করতাম। তাই আজ সকালেই বাসা থেকে বের হয়েছি। আমার বোন মিলি থাকে একটি হোস্টেলে। ওখানেরই একজন মেয়ে আমাকে বলেছে আমার স্বামীকে নিয়ে মাঝে মাঝে ঘুড়তে যায়। ওদের কতগুলো ছবি তুলে রাখলাম। চোখের পানি ধরে রাখতে পারছি না। ওখান থেকে সোজা বাসায় চলে গেলাম।
গল্প: প্রাক্তন না কি প্রেমিক
আমারও একজন প্রাক্তন আছে লোকে এ কথাটি যতটা সহজে বলতে পারে, তত সহজে আমি বলতে পারি না। প্রাক্তন ও প্রেমিক এ দু'টি শব্দ তৈরিতেই সাধারণ একটি অক্ষর 'প' ব্যবহৃত হয় অথচ প্রাক্তন বলতে গেলে মনের ভেতর কেমন যেন ঘৃণার সৃষ্টি হয়। অন্যদিকে প্রেমিক শব্দ উচ্চারণ করতে গেলে লজ্জা সিক্ত হাসি ফোটে প্রতিটি মানুষের মুখাবয়বে। কিন্তু আমি আজও হিসাবনিকাশ শেষ করতে পারিনি, কাসেদ কি আমার প্রাক্তন না কি প্রেমিক? কখনো কখনো তো মনে হয় তার সাথে আমার মনের কোনো যোগসূত্রই ছিল না। সে নেহাত আমার জীবনে এসে বিপরীত লিঙ্গের প্রতি এক সুপ্ত অনুভূতির খোঁজ দিয়ে হারিয়ে গেছে।
অনুগল্প: প্রয়োজন থেকে প্রিয়জন
বিয়ের রেজিস্ট্রি খাতায় যখন আমাকে সিগনেচার করতে বলে, তখন আমার বুক ভেংগে কান্না আসে। আজ আমার দ্বিতীয় বারের মতো বিয়ে, তাও জ্যাঠাতো ভাসুরের সাথে। আমি তো এমনটি কখনো চাইনি সব সময় রবিন কে নিয়ে থাকতে চেয়েছি। সারাটা জীবন ওকে নিয়ে সুখের সংসার করার কথা ভেবেছি। তাহলে এরকমটা কেন হলো আল্লাহ আপনি আমাকে এরকম পরিস্থিতিতে কেনো ফেললেন।
গল্পঃ প্রেগন্যান্সির দিনগুলো
বিয়ের ছয়মাসের মধ্যে জানতে পারলাম আমি কনসিভ করেছি। ভালোবেসে কিছুটা অসময়েই চটজলদি বিয়ে হয়ে গেছে আমার আর অভ্রর। আমি অনার্স ফাস্ট ইয়ার আর এদিকে অভ্র মাস্টার্স কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে।
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
গল্প- অলিকের আশা
মেয়েটি সুন্দর। ভীষণ সুন্দর।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ৭ )
তাসনুভা কথা শেষ করার আগেই আরিয়ান ওর মিষ্টি ঠোঁটটি নিজের করে নেয়। আরিয়ান চায় না তাসনুভা এমন কোন কথা বলুক। তাই কথা শেষ করার আগেই ওকে এভাবে থামিয়ে দেয় আরিয়ান৷ ও আসলেই একটি সাইকো। ভালবাসার সাইকো ও। তাসনুভা তা ভালো ভাবেই বুঝতে পেরেছে। আরিয়ানের গভীর স্পর্শে তাসনুভা শান্ত হয়। আর অনেক লজ্জা পেতে থাকে।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ৬ )
তাসনুভাকে এভাবে কান্না করতে দেখে আরিয়ান সব ভুলে বেডে উঠে ওর সামনে গিয়ে শুয়ে পড়ে। তাসনুভা হঠাৎ করে মাঝ রাতে আরিয়ানকে দেখে চমকে যায়। ও কিছু বলার আগেই আরিয়ান ওর চোখদুটো মুছে দেয়। তাসনুভা ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে আরিয়ানের চোখেও পানি। আরিয়ান তাসনুভার চোখ মুছে দিয়ে ওকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। আজ কেন জানি আরিয়ানের বুকে তাসনুভা একটু শান্তি খুঁজে পাচ্ছে৷ তবে ওর খুব কান্না পাচ্ছে আর অনেক ভয় লাগছে৷
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ৫ )
আরিয়ান অঝোরে অশ্রু ফেলে শুধু গাড়ি চালিয়েই যাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে নাতাশা আর নেই। আরিয়ানের মনে হচ্ছে নাতাশা চলে যাওয়ার পিছনে একমাত্র দায়ী ও। কারণ তাসনুভাকে এখানে না আনলে এই অ্যাটাক কখনোই হতো না। আর নাতাশারও কিছু হতো না৷ সব দোষ ওর। আরিয়ানের প্রচন্ড খারাপ লাগছে।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ৪ )
আরিয়ান হঠাৎ করেই তাসনুভাকে ওর বাসায় নিয়ে এসেছে। তাসনুভার কেন জানি অনেক সন্দেহ হচ্ছে। ওর মন বলছে, আরিয়ান ওর সাথে খারাপ কিছু একটি করার প্ল্যান করছে। কারণ তাসনুভা জানে আরিয়ান কেমন। ওর বুকের ভিতরটা এসব অজানা ভয়ের জন্য ধুকপুক ধুকপুক করছে।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ৩ )
তাসনুভা বুঝে ফেলছে আরিয়ান এখন কি করবে৷ ও সবার আগে হাত দিয়ে ওর ঠোঁট ঢেকে ফেলে। আরিয়ান বেডের উপর উঠে তাসনুভার একদম কাছে চলে যায়। তাসনুভা আর পিছনে না যেতে পেরে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান ওর একদম কাছে গিয়ে একটি মুচকি হাসি দিয়ে ওর দুচোখে চুমু এঁকে দিয়ে সরে আসে। তাসনুভা ভীষণ অবাক হয়।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব 2 )
আরিয়ান চলে আসার পর পরই তাসনুভাও পার্টি থেকে ওদের বাসায় চলে আসে। এসে সোজা ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে সমানে ঠোঁটটা ধুতে থাকে কাঁদতে কাঁদতে। কারণ এইতো কিছুক্ষণ আগে ওর এই মিষ্টি গোলাপি ঠোঁটটি আরিয়ানের দখলে ছিল।
গল্প: সাইকোপ্যাথ ( পর্ব ১ )
বিশাল বড়ো পার্টির মাঝে হঠাৎ করে তাসনুভাকে জড়িয়ে ধরে ওর নরম মিষ্টি গোলাপি ঠোঁটটাকে নিজের করে নিল আরিয়ান। তাসনুভাসহ পার্টিতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আছে৷ শুধু তাই নয়, তাসনুভার ফিয়ন্সেও এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। আরিয়ান এরকম অনাকাঙ্ক্ষিত একটি মুহূর্ত তৈরি করবে সেটা কেউ ভাবে নি। এদিকে তাসনুভা ওকে সরানোর জন্যে অনেক বল প্রয়োগ করছে। কিন্তু আরিয়ানের পুরুষালি শক্তির কাছে সে বল কিছুই না। আরিয়ান যেন তাসনুভার মিষ্টি স্বাদে হারিয়ে গিয়েছে, ওকে ছাড়ছেই না। তবে এ দৃশ্য তাসনুভার ফিয়ন্সে মানে রিহান বেশিক্ষণ আর দেখতে পারে না। ও ওদের কাছে এসে আরিয়ানকে জোরে হেচকা টান মেরে দূরে সরিয়ে দেয়৷ আরিয়ানের বডিগার্ডরা রিহানের দিকে এগিয়ে যেতে নিলে আরিয়ান তাদের থামিয়ে দেয়৷ তাসনুভা হাপাচ্ছে রিহানের পাশে। আরিয়ান ওর ঠোঁটে হাত দিয়ে তাসনুভার দিকে তাকিয়ে মুচকি হাসছে৷ তাসনুভার কাছে এই হাসিটি এখন বিষের মতো লাগছে৷ ওর প্রচন্ড অস্বস্তি আর রাগ লাগছে৷
থ্রিলার গল্প: সারপ্রাইজ
কক্সবাজারগামী এসি বাসে যাত্রী কেবল চারটি প্রাণী– আমি, আমার সমবয়সী একটি অচেনা ছেলে, আর একজন বয়স্ক ব্যক্তি আর বাসের ড্রাইভার। আমি বসে আছি সামনের দিকের একটি সিটে। আমার ঠিক সামনের সিটেই বসে আছে বুড়ো লোকটি, ইতিমধ্যে তিনি নাক ডেকে ঘুমানো শুরু করেছে। আর একটি সমবয়সী ছেলে বসে আছে বাসের প্রায় মাঝামাঝি বিপরীত দিকের সারিতে। এছাড়া, সম্পূর্ণ বাসটি খালি! ভাবা যায় ব্যাপারটি? মাত্র তিন জন যাত্রী নিয়ে গেলে তো বাসের তেলের খরচই উঠবে না!
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
ভবঘুরে
আমি যে খাটে শুয়ে থাকি, বেলা-অবেলায় ঘুমোই, এই খাটটা আমার দাদীর। খাটের বিশেষত্ব আছে বেশ! এই যেমন, বড় আপার আমার উপর বেশ ক্ষোভ। চাকরী-বাকরী নেই, ছিলোওনা। টাকা কামানোর অতীত রেকর্ড ঘাটলে দু'একখানা টিউশন বাবে আরকিছুই খুঁজে পাওয়া যাবেনা।
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
শূন্য পকেটের সংসার
শূন্য পকেটে ভালোবাসা হয় না কিংবা শূন্য পকেটে সংসার হয় না এ কথাটি আমি বিশ্বাস করি না। ভালোবাসা অর্থ দেখে না। ভালোবাসা টিকিয়ে রাখতে টাকার প্রয়োজন হয় না। কারো প্রয়োজন হলেও আমার হয় নি।
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
কিভাবে প্রোফাইল টাইপ পেজ ডিলিট করবেন ( How to Delete Profile Type Page )
আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সকল #KaziSilo রিডারদের। ফেসবুকে পেজ নিয়ে আমরা সবাই কম বেশি সমস্যায় পরি আর তখনি লক্ষ্য হয় কিভাবে এটির সমাধান করা যায়। ফেসবুক প্রোফাইল টাইপ পেজ বর্তমান নতুন একটি ফিচার আর এটা অনেক জনপ্রিয় হয়েছে। এখন প্রশ্ন হল কিভাবে আপনি এই প্রোফাইল টাইপ পেজ ফেসবুক থেকে ডিলিট করবেন। এই পোস্টে আপনাকে সেটা জানাবো আর সঙ্গে রয়েছে একটি ভিডিও টিউটোরিয়াল। মাত্র দুই মিনিটে আপনার প্রোফাইল টাইপ পেজ ডিলিট করে ফেলতে পারবেন।
গল্প: আক্কেল সেলামি
হাতে পায়ে কালি মেখে আমি পাত্রপক্ষের সামনে বসে আছি। উদ্দেশ্য ছিল বিয়েটা হওয়ার আগেই আছাড় মেরে ভেঙে দেয়া। কাল রাতে যখন নাইমা খালা ফোন করে জানালেন, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সেইসময়ই আমি জোড়েসোড়ে বলে উঠি, "না, আমি এখন বিয়ে করবো না।" আমার মাও স্থান, কাল, পাত্র ভেদে হুংকার ছেড়ে বলেছিলেন, "ভীষণ বেয়াদব হয়েছো তুমি পারভিন। বড়দের মুখে মুখে তর্ক করো।" আমি আমার ছাত্রদের সামনে লজ্জায় মাথাটা নিচু করে বসেছিলাম।নাদিয়া আর জনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলো। এটি কী করলো মা? এখন কী আমি ওদেরকে আর ধমক দিতে পারবো। এমনিই আমি কখনো ওদের শাসন করতে পারি না। সে যাই হোক ছাত্রদের ছুটি দিয়ে রুমে এসে দরজা বন্ধ করলাম। তারপর মোবাইলে কল লাগালাম কলিজার বান্ধবী রোকেয়াকে।
গল্প: বিয়ে ভাঙা
'বিয়েটা হবে না।'
রুবেল বললো। শুধু এটুকু নয়, সাথে আরেকটা কথাও বললো।
'কালো মেয়েকে কোনদিন আমি বিয়ে করবো না। মরে গেলেও না। আমার আব্বু টাকার লোভে এটি করতে চেয়েছিল। দুঃখিত, আপনার কাছে মাফ চাইছি আমি। প্লিজ কষ্ট নিবেন না মনে।রাখি বাই।'
বুধবার, ১২ অক্টোবর, ২০২২
গল্প: মাতৃস্নেহ ও ট্যুরে যাওয়ার গল্প
টাকাপয়সা সবকিছু ঠিকঠাক করেছি পিকনিকের জন্য এমন সময় আম্মা কাছে এসে বললেন,
"তোর পিকনিকে যাওয়ার দরকার নেই। আমার মনটা কেমন জানি করতেছে! দূরে কোথাও আমাকে ছাড়া একদিনও তো থাকিস নি আর কক্সবাজার গিয়ে কিভাবে থাকবি এতোটাদিন?"
এসইও এবং গেস্ট ব্লগিং-এর সম্পূর্ণ বিগিনার গাইড ( SEO and Guest Blogging )
আসসালামু আলাইকুম জানাই সবাইকে #KaziSilo এর পক্ষ থেকে। এই পোস্টে এসইও এবং গেস্ট ব্লগিং কৌশল বিষয়ে আলোচনা করা হয়েছে যেখানে আপনি জানতে পারবেন সম্পূর্ণ বিগিনার গাইড কৌশল।
মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
বাড়িতে পুডিং তৈরির রেসিপি | how to make pudding at home
আসসালামু আলাইকুম সকল #KaziSilo রিডারদের। এই পোস্টে আপনাদের পুডিং তৈরির রেসিপি জানাব। পুডিং বানানো অনেক সহজ। বাড়িতে আপনি খুব সহজেই পুডিং বানাতে পারবেন। তো চলুন দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করে।
রেসিপি: অপরাজিতা চা | অপরাজিতা ফুলের চা বানানোর পদ্ধতি
আসসালামু আলাইকুম সকল KaziSilo রিডারদের। এই পোস্টে আপনারা অপরাজিতা ফুলের চা বানানোর পদ্ধতি জানবেন। এটা অনেক উপকারিও বটে। তো চলুন দেখে নেই অপরাজিতা চা তৈরিতে আমাদের কি কি লাগবে।
পাঙ্গাশ মাছ সমাচার
বরের সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে বসে আছি। কিন্তু আমার দৌড় এই ব্যাগপত্র গোছানো পর্যন্ত। কারণ আমার বাপের বাড়ি মাগুরা ,আর শ্বশুরবাড়ির আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালী। তাই এক দেশ থেকে অন্যদেশে যাওয়া তো সহজ কথা নয়। প্রতিবার যখন বরের সঙ্গে ঝগড়া হয় আমি পারি না অন্য মেয়েদের মতো বাবার বাড়ি গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে।
শিক্ষামূলক গল্প: রাজার স্বপ্নে দাঁত পড়া
একদিন রাজা জনি ঘুমের ঘোরে স্বপ্নে দেখতে পেলেন তার কয়েকটি দাঁত পড়ে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন।
সময় চলে যায় তার আপন গতিতে, কিন্তু চিনিয়ে দিয়ে যায় অনেক কিছুই
আমি কোনোদিন আমার বাবা ভাই কে ছেঁড়া লুঙ্গি পড়তে দেখিনি। কিন্তু আমার স্বামীকে আমি দেখেছি ছেঁড়া লুঙ্গি কিভাবে পেঁচিয়ে আড়াল করে পড়তে হয়।
সেইদিন গুলোতে আত্মীয়রা সকলে হারিয়ে গিয়েছিলো। চিরচেনা মুখগুলি ঝাপসা হয়েছিলো।
যেদিন আমার বাড়িতে রান্না করার মতো কিছু থাকতো না, সেদিন কাঁচা মরিচ আর পেয়াজ ভেজে ভর্তা করে গরম ভাত মাখিয়ে খেতাম।
রেসিপি: ঘরেই ঘী বানাবেন যেভাবে (Homemade Ghee Recipe Bangla)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সকল #KaziSilo রিডারদের। এই পোস্টে আপনি জানতে পারবেন ঘরেই ঘী বানাবেন যেভাবে সেই পদ্ধতি। রেসিপিটি আপনি আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি ঘরেই ঘী বানাবেন যেভাবে তার রেসিপি।
সোমবার, ১০ অক্টোবর, ২০২২
কিডনির যত্ন নিন - সতর্কতা হেলথ টিপস
আপনার কিডনির যত্ন নিন। ডায়ালাইসিস করার খরচ জানেন? এটি এক বার করলে এপোলো ইউনাইটেডে হাসপাতালে মাত্র ৮ হাজার টাকা, আবার অনেক জায়গায় আড়াই থেকে চার। শুধু গণস্বাস্থ্যে আটশ টাকা। খুব কম না অনেক? এটা সপ্তাহে ৩বার করে লাগে। কিন্তু বিন্দুবিন্দু করে প্রায় ৫বছরে সাগর হয়।
বিচ্ছেদ নামক শব্দটা
এই তো বছর তিনেক আগের কথা। আমরা প্রতিদিন নিয়ম করে কথা বলতাম। আর তোমাকে পেয়েই শুরু হতো আমার বকবকানি। "জানো, আজকে কি হয়েছে!" তোমার জন্য তখন মাঝে মাঝেই নিজেকে সজ্জিত করে আয়নার সামনে নিজেকে তুলে ধরতাম। আর ভাবতাম সুন্দর করে ছবি তুলে ওকে দিতে হবে। জানো, তখন সাজতে আমার কোনো ক্লান্তিও ছিলো না। কারণ তখন যে আমি তোমার জন্য সাজতাম। রাত্রি জেগে কতই না রঙ- বেরঙের স্বপ্ন বুনেছি তোমাকে নিয়ে তার তো হিসাব করাই হলো না।
রবিবার, ৯ অক্টোবর, ২০২২
কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমানে অনেক প্রয়োজনীয় একটি সেক্টর। কিন্তু সমস্যা হচ্ছে সঠিক জ্ঞানের অভাবে অনেকেই বর্তমানে ভালো করতে পারছেন না, যদিও অল্প সংখ্যক কিছু ব্র্যান্ড এই লাইনে খুবই ভালো করছে কিন্ত এখনো একটি বড় সংখ্যক দল এই জায়গায় পিছিয়ে আছে। এর কারন হলো যারা সফল হচ্ছেন তাঁরা তাঁদের সময় এবং সুযোগ কে ভালো ভাবে ব্যাবহার করে গ্রাহক এর সাথে খুব ভালো কমিউনিকেশন গড়ে তুলে দারুন ব্যাবসা করতে পারছেন এই জায়গাতে আপনার সফলতা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করছে।
ভুতুড়ে তেঁতুল গাছ
মাছ ধরার জন্যে আমার ভীষণ শখ ছিলো, বর্ষার সময় গ্রামে প্রচুর মাছ পাওয়া যেত তাই তো বাবা মায়ের নিষেধ করা শর্তেও সন্ধ্যা হলেই বের হয়ে যেতাম মাছ ধরতে।
অভিশপ্ত কবরস্থান
রিয়াজরা গ্রামে থাকে। তাদের বাড়ির পাশে একটি বেশ বড়সড় মাঠ রয়েছে। স্কুল ছুটির পর বন্ধুদের সাথে নিয়ে সেই মাঠে ক্রিকেট খেলতে যায়। কিন্তু সেই মাঠ থেকে খানিকটা দুরে একটি কবরস্থান আছে। সেখানকার লোকদের মতে, ওই কবরস্থানটি অভিশপ্ত। সে কবরস্থানে নাকি ভূত প্রেতের আড্ডাখানা। কিন্তু রিয়াজ আর ওর বন্ধুদের এইসব নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। ওরা স্কুল ছুটি হলেই সেই মাঠে খেলতে যায়। আর শুক্রবার কিংবা কোন ছুটির দিন হলে তো কথাই নেই। সারাদিন তারা সেদিন মাঠে ক্রিকেট খেলে। এখন বিকাল। ওরা সবাই এখন মাঠে ঘাসের উপর গোল হয়ে বসে রয়েছে।
শনিবার, ৮ অক্টোবর, ২০২২
সময়ের সাথে মানিয়ে নেওয়া
সময়ের সাথে মানিয়ে নেওয়া মানুষগুলি অনেক অসাধারণ হয়। তারা অনেক শক্তিশালী হয় নিঃসন্দেহে।
কেউ বদলে গেলে কিংবা ছেড়ে চলে গেলে সেই একটা মানুষের অভাব, কথার আঘাত, বুকে পাথর বেঁধে চেপে রাখার কষ্টগুলি তাড়াতাড়ি শেষ হয় না। শুধুমাত্র মানিয়ে নিতে হয় জীবনে বেঁচে থাকার তাগিদে।
জনি ও নাদিয়া আলীর ডিভোর্স - বারো বছরের সংসারের ইতি
কাঠগড়ায় দাঁড়িয়ে আছে নাদিয়া আলী। অপরপ্রান্তে নাদিয়া আলীর স্বামী জনি। যিনি আর কিছুক্ষণেই প্রাক্তন স্বামী হয়ে যাবে।
উকিল একটু সময় দিয়েছে ওদের। অনেক দিন পর নাদিয়া আলী জনিকে দেখছে। ছয়মাস ধরে সেপারেশন চলছিল। উকিল বলেছে, এতদিন পর দেখা দু'জন দু'জনার চোখের দিকে তাকাও, মায়া হলেও হতে পারে।
অন্যরকম এক মেয়ের গল্প
কয়েক মাস আগে আমাদের গত দশ বছর ধরে সেবা দেওয়া গৃহকর্মী মেয়েটি বিদায় নিবে, ওর বাবা মা বিয়ে ঠিক করেছেন। বড় মেয়ে শাবনুর এসে বলল,
- পাপা প্লিজ, আমরা সবাই মিলে ওকে একটি ফেয়ারওয়েল ট্রিপ দিব, সিলেটে।
অতিরিক্ত চিন্তা আপনার সুখ শান্তিকে বিনষ্ট করে
যদি আপনার অতিরিক্ত চিন্তা দ্বারা আপনাকে রোজ মানসিক আঘাত করে তাহলে সেখানে থেকে বেরিয়ে আসুন খুব দ্রুত।
ফ্রেঞ্চ ম্যানিকিউর কি এবং বাসায় কিভাবে করবেন?
নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক কালারটিকে একটু উজ্জ্বল করাই হচ্ছে ফেঞ্চ ম্যানিকিউর নামে পরিচিত। সেক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো রঙ লাগানো হয়। আসলে এই ম্যানিকিউর এর মূলমন্ত্র হল একটি ফ্যাকাসে গোলাপি বেজ সাথে উজ্জ্বল সাদা টিপস (নখের সামনের দিক)। নখের নিয়মিত যত্নে ফ্রেঞ্চ ম্যানিকিউর খুবই জনপ্রিয়। আপনার হাতের সাজে আভিজাত্য আনতে ফ্রেঞ্চ ম্যানিকিউর করা যেতে পারে। এটি বাসায় কীভাবে করা যায় তার প্রক্রিয়া জানিয়ে দিচ্ছি।
শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলা মানুষটিও বছরের পর বছর সুন্দর করে বেঁচে থাকে
আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলা মানুষটিও ঠিকই বছরের পর বছর সুন্দর করে বেঁচে থাকে। আপনাকে ছাড়া বাঁচাতে পারবে না বলা মানুষটার আপনার জন্যে কখনো কোনো কিছুই থেমে থাকবে না।
ইউরিক এসিড কমাতে যা খাবেন
আমাদের শরীরে যখন ইউরিক এসিডের মাত্রা বেড়ে যায় তখন অনেক সমস্যা হয়। ইউরিক এসিড হচ্ছে পিউরিন নিওক্লিওটাইডের বিপাকীয় ভাঙ্গনের ফলে তৈরি দ্রব্য আর এটা মূত্রের এক্টি সাধারণ উপাদান। ইউরিক এসিডের উচ্চ রক্তপ্রবাহ গেঁটেবাঁতের দিকে ধাবিত করে এছাড়া এটা ডায়াবেটিস ও অ্যামোনিয়াম এসিড ইউরেট কিডনিতে পাথর সৃষ্টির মত শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আমাদের ইউরিক এসিড কমাতে হবে। এই জন্যে কিছু খাবার খেতে পারেন যা অনেক কার্যকর।
গ্রিন টি সমাচার
সকালবেলা নাস্তা শেষ করে নাদিয়া গ্রিন টি পান করছে,
পাশের রুম হতে সদ্য গ্রাম থেকে আসা শাশুড়ি পান চিবুতে চিবুতে ডাইনিং এর সামনে আসলো,
তাকে দেখেই নাদিয়া-
রম্য: সিনথিয়ার সাথে ফেসবুকে প্রেম
একটি মেয়ে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মেয়েদের রিকোয়েস্ট পেলে আমার খুব ভালো লাগে! তারপর আমি দ্রুত মেয়েটির প্রোফাইলটি দেখলাম। আজকাল প্রোফাইল দেখে দেখে লিস্টে এড করি। জীবনে অনেক ধোকা খাইছি। মেয়ে মনে করে ফ্রেন্ড এড করি পরে দেখি দামড়া একটি পোলা!
বুধবার, ৫ অক্টোবর, ২০২২
নিজের ডার্ক সাইডগুলো কখনো কাউকেই বলবেন না
কখনো কাউকেই বলবেন না! কখনোই বলবেন না নিজের ডার্ক সাইডগুলো, নিজের কাছেই রেখে দিন সযত্নে। কিছু মানুষকে আপন ভেবে বকবক করতেই থাকেন, বলতেই থাকেন। নিজের স্বভাবের দোষ ত্রুটি, ভালো লাগা, মন্দ লাগা গড়গড় করে সব বলেই দিচ্ছেন। আসলে যাদের কাছে কথার বাক্স খুলে বসেন তারা আপনাকে আপনার মতো সহজ করে নাও নিতে পারে। মনের ভাব এঁচে দিবেন না। কিছু তো নিজের কাছেই রাখুন নিজের করে একদম নির্জনতার মতো, গোপন কোনো দুঃখের মতো!
গল্প: মাটির চুলা
এটা নিয়ে বারো বারের মতো পাত্র পক্ষের সামনে বসবো আমি নিজেকে প্রদর্শন করতে। যেন আমি নারী নয়। বাজারের পণ্য। এই পণ্যটি নিয়ে দোকানের মালিকের বড় চিন্তা। পণ্য পছন্দ হলে ক্রেতা কিনবে। পছন্দ না হলে কিনবে না। চলে যাবে। যাওয়ার সময় দশটি মন্দকথা বলে যাবে। ঘটককে রাগ দেখিয়ে বলবে, তুমি একটি বাটপার মিয়া! পাঁচশো টাকা ঘুষ খেয়ে আমাদের এখানে এনেছো। বেকার সময়টি নষ্ট করেছো আমাদের! এ মেয়ের সাথে আমাদের ছেলের কোন দিকে যায়? একে বিয়ে করিয়ে নিলে তো আমাদের আলো ঝলমলে ঘরটিই আঁধারে ঢেকে যাবে!
গল্প: বৃদ্ধা
শহর থেকে বাড়িতে আসার সময় বাস না পেয়ে লেগুনায় উঠলাম। লেগুনাটি মানুষ দিয়ে ভর্তি ছিলো তার মাঝে অল্প একটু জায়গায় নিজেকে গুটিশুটি করে বসে মানিয়ে নিলাম। আকাশটি মেঘে ছেয়ে আছে আর যেকোনো সময় প্রবল বৃষ্টি নামতে পারে। হঠাৎই পাশে কাপা কাঁপা কন্ঠে কেউ বললো- এদিকে আর একটু চেপে বসো নয়তো পড়ে যাবে।
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
নারীর ভিন্ন রুপ
স্বামী বাসর ঘরে আমায় যখন বলেছিলো,
-আমি তোমায় শুধু এই জীবনের জন্যে নয়, পরকালেও চাই।
এই কথাটি শুনে আমার মুখটা হাস্যজ্বল হয়ে গেলো। দেখলাম তিনি আবারও আমাকে বলতে লাগলেন,
সোমবার, ৩ অক্টোবর, ২০২২
পৃথিবীর সবচাইতে কঠিন কাজটি হচ্ছে মানুষকে চেনা
সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাটতেই ভীষণ কষ্ট হয়,সমস্ত শরীর থরথর করে কাঁপে। আর এই শরীর নিয়েই ভিক্ষা করেন। দিনশেষে এই লোককে সিনা টান করে সাঁইসাঁই করে হেটে যেতে দেখেছি।
গল্প: বাবা নামের বৃক্ষটি
সন্ধ্যার দিকে একটি ছেলেকে দেখলাম তার বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে। বের হয়ে আসার সময় শুনতে পেলাম সে তার বাবাকে অনেক ভাষাতে গালি দিতে দিতে পাশ কাটিয়ে বের হয়ে যাচ্ছে ছেলেটি।
ওই ছেলেটি আমার জুনিয়র সম্ভবত ইন্টার পড়ুয়া হবে। আমি তখন ছেলেটিকে ডাক দিলাম।
"এই যে ছোটভাই এদিকে এসো একটু শুনো।"