বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

এক মিষ্টি সাগরিকার গল্প

সবাই তাকে মিষ্টি সাগরিকা বলেই ডাকতো। চেহারাটা দেখতে যেমন মিষ্টি, ব্যবহারটাও তাই। কিছু কিছু মানুষ আছে, যাদের দেখলে ভালমানুষ ভাবতে খুব ইচ্ছা করে। সাগরিকা হচ্ছে সেই ধরনের মেয়ে। মনটুমিয়ার চায়ের দোকানে প্রতিদিন সাগরিকাকে দেখা যেত তার দুইজন সঙ্গী সুমনা ও জব্বারেরর সাথে। ইন্টার ফাস্ট ইয়ারের প্রথম দিন থেকেই তারা একসাথে আছে। সুমনা খুবই মিশুক টাইপের একটি মেয়ে, চটপটে।সারাদিন তার বয়ফ্রেন্ডের গল্প করতে ভালবাসে। জব্বার ছিল একটু চুপচাপ,পড়ুয়া ও কিছুটা গুড-বয় টাইপের ছেলে।

কলেজের প্রথম দিনেই মিষ্টি মেয়ে সাগরিকার মিষ্টিগুনের সুবাস সিনিয়ররা পেয়ে গেল। কিন্তু সাগরিকা মিষ্টি হলেও যথেষ্ট দৃঢ়তার সাথে সিনিয়রদের প্রস্তাব ফিরিয়ে দিল। তার একটাই কথা এসব সস্তা প্রেমে সে বিশ্বাসী নয়। ক্যাম্পাসে ধীরে ধীরে সাগরিকা উন্মাদনা কমে এল। কিন্তু একজনের মনে সাগরিকাকে পাবার আশা একটুও কমেনি। জব্বারেরর তার ভালবাসার ব্যাপারটা সাগরিকাকে জানাতে সাহস করেনি।ভালবাসাটা বন্ধুত্বের মোড়কেই মুড়িয়ে রাখল। জব্বারন সুমনাকে ব্যাপারটা বলাতে সুমনা তাকে অনেক বুঝালো। কিন্তু কিছুতেই কিছু হল না। জব্বার বরাবরই ভাল ছাত্র ছিল। সুমনা ও সাগরিকা তার নোট শেয়ার করত।তাদের তিনজনের এই অমিয় বন্ধুত্ব ভেঙ্গে যাবার ভয়ে জব্বার তার ভালবাসাটা সাগরিকাকে টের পেতে দিতোনা। জব্বার চাইত না পুকুর পারের প্রতিদিনের সেই আড্ডাটা ভেঙ্গে যাক,কিংবা বৃষ্টি দেখলেই সাগরিকার গালে টোল পরা হাসি, আবার বাজ পরলেই মুখটা পাংশুটে করে জব্বারেরর হাতটা আঁকড়ে ধরা মিস করুক। কিন্তু প্রেমের নীল-বেদনার কাছে জব্বার হেরে গেল। বর্ষার কোন একটা বৃষ্টিস্নাত দিনে কদম ফুল হাতে জব্বার সাগরিকাকে প্রপোজ করল।কিন্তু মুষল-ধারের বৃষ্টিও সাগরিকার টোলপরা হাসি ধরে রাখতে পারলনা।মুষলধারের সেই বৃষ্টি যেন জব্বারকে সমবেদনা জানাচ্ছিল।তাই হয়তো এই বৃষ্টিতে জব্বার কাদছিল নাকি বৃষ্টি চোখ ভিজিয়ে দিচ্ছিল বোঝা গেল না।উপায় না দেখে জব্বার সাগরিকার সঙ্গ হারানোর ভয়ে বন্ধুত্বটা রাখার আবদার করল।

সাগরিকা জব্বারেরর কথা রেখেছে। তাদের তিনজনের বন্ধুত্ব ঠিকই টিকে রইল। সাগরিকা ওইদিনের কথা ভুলে গেলেও জব্বারও সেটা পারল না।কলেজের শেষদিনে তাই আর আবেগ সামলাতে পারল না। সুমনার কাছে একটি লকেট দিয়ে পাঠাল। কিন্তু সাগরিকা খুব মাইন্ড করল। সবার সামনে জব্বারকে যে অপমান করল তার জন্য সে প্রস্তুত ছিল না। মনটা চুরমার হয়ে গেল জব্বারেরর। সেই রাতে সাগরিকা জব্বারেরর একটি এসএমএস পেল...’’আমি হয়তো তোমাকে ভালবাসার দোষে দোষী,আমাকে অনেক শাস্তি দাও তারপরও আমি অনুতপ্ত হবনা,তুমি হয়তো স্বীকৃতি দাওনি,কিন্তু তোমাকে দূর থেকে ভালবেসে যাওয়া থেকে আমাকে আটকে রাখতে পারবে না,যখনই আকাশে বাজ পরবে তখনি ভাবব তুমি হাতে হাত রাখছ আমার ,আমার ভাবনাকে নিশ্চয় আটকে রাখতে পারবে না,কথা দিচ্ছি কখনও তোমায় বিরক্ত করবনা,যদি পারো লকেটটা সাথে রেখ,তাহলে হয়তো এই অধমকে কখনো মনে পরে যেতে পারে,ভাল থেকো..... অনেক ভালো থেকো..’’

সেই রাতে সাগরিকার বাসায় সবাই ঘুমালেও সাগরিকার দুচোখের পাতা এক হল না।তার মনে হল জব্বারেরর সাথে তার এরকম ব্যবহার একদম ঠিক হয়নি,হাজার হোক জব্বার তার প্রিয় বন্ধুদের একজন। ভোর রাতে জব্বারকে একটা এসএমএস করল...”লকেটটা রইল আমার সাথে’’এরপর জব্বারেরর সাথে আর সাগরিকার দেখা হয়নি।সুমনা ও সাগরিকা ভর্তি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সাগরিকা আর আগের মত চটপটে রইলনা।একদিন সুমনা সাগরিকাকে বলল জব্বার সুইডেন চলে যাচ্ছে। আগামীকাল বিকালেই ফ্লাইট। সুমনা সাগরিকাকে খুব অনুরোধ করলো এয়ারপোর্টে যাবার জন্য। সাগরিকা ভাবল এসবই জব্বারেরর কাজ। সাগরিকার বকুনি খেয়ে জব্বারতো আকাশ থেকে পরল। জব্বার চুপচাপ শুনল কিন্তু কিছুই বলল না।বকুনি হোক বিদেশে যাবার আগে ভালোবাসার মানুষটির সাথে কথা তো হল,এটাই বা কম কি!

অবশেষে প্রেমবিদ্বেষী সাগরিকা তার প্রেম না করার প্রতিজ্ঞার কাছে হেরে গেল।একাকীত্ব কাটাতে ইয়াহুতে একটি ছেলের সাথে চ্যাঁট করতো।আগেই বলে নিয়েছিল তাদের মধ্যে কোন রিলেশন হবে না।কিন্তু ৭ মাসের মাথায় ছেলেটা তাকে প্রপোজ করল। সাগরিকা তাকে রেগেমেগে না করে দিল।কিন্তু ছেলেটা আঠার মত তার পেছনে লেগে রইল।একটা সময় যুদ্ধ করতে করতে নিজের কাছে নিজেই হেরে গেল। সুমনা তাকে অনেক না করল, কিন্তু ফেরাতে পারল না। ৪ মাস পর ছেলেটি দেশে আসার পর সাগরিকার সাথে বিয়ে হল। আর দশটা এরকম বিয়ের মতই তাদের সংসারটা সুখের হলনা।বিয়ের ৩ মাসের মধ্যে সাগরিকা জানতে পারল তার বর একজন ডিভোর্সি এবং তার থেকে ১ বছর ছোট। এত বড় আঘাতও সাগরিকা সহ্য করে নিল। কিন্তু কিছুদিন পর যখন তার গায়ে হাত তোলা শুরু করল,তখন আর মনটা মানতে চাইল না। নির্ঘুম রাতগুলোতে তার স্মৃতিতে ভর করত সেই কলেজের দিনগুলো, মনে পরল বৃষ্টিভেজা দিনে জব্বারেরর সেই কান্না কান্না মুখটা। আজ তার বড্ড ইচ্ছা করছে জব্বারেরর সরল বোকা বোকা মুখটাকে দেখতে, জব্বারেরর কাছে গেলেই যে মিষ্টি গন্ধটা পাওয়া যেতো তা শুঁকতে। আপাতত ওর কাছে জব্বারেরর একটাই স্মৃতি সেই লকেটটা। আজ বহুদিন পর সাগরিকা সেই লকেটটা বের করল। এতদিন সেটা খোলা হয়নি। লকেটটার ছোট লাভ-বক্সটা খুলেই সে অবাক হয়ে দেখল একপাশে তার ছবি অন্যপাশে জব্বারেরর। এত দুঃখের মাঝেও সাগরিকা আজ প্রানখুলে হাসল...কিন্তু চোখের অশ্রু তখন বাধা মানল না...

এই ঘটনার ১২ দিন পর সাগরিকাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল। সাগরিকাকে তার স্বামী গালে থাপ্পড় দিলে তার মাথা দেয়ালে ঠুকে যায়। ৭ দিন পর সুমনা সাগরিকাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায়। এরপর সাগরিকা আর ফিরে যায়নি। ২ সপ্তাহ পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিল।

সাগরিকার এতকিছু ঘটে গেলেও সুমনা ও জব্বারেরর বন্ধুত্ব ঠিকই টিকে রইল। তাইতো সুমনার বিয়ের দাওয়াতটা কোনমতেই ফেলতে পারবে না বলে জব্বার বিয়ের একসপ্তা আগেই বিমান টিকিট কনফার্ম করে ফেলল।জব্বারেরর আসার কথা শুনে সাগরিকা আর সুমনার বাসায় আর থাকতে চাইল না। তার অপয়া মুখ নিয়ে সে নিঃস্বার্থ ভালবাসার দেবতুল্য পুরুষের সামনে হাজির হতে চাইলনা। সেইরাতে সুমনা একে একে সবকিছুই খুলে বলল। ......তোকে জব্বার এতো ঘটনার পরও পাগলের মত ভালবাসে।তুই হয়তো অবাক হতি প্রায়ই আমি তোকে দামি গিফট দিতাম।বিশ্বাস কর প্রত্যেকটা গিফট জব্বারেরর পাঠানো।তুই রেগে যাবি বলে কখনো বলিনি।প্রতিটা শুক্রবারে হাজার ঝামেলা থাকলেও ফোন করে তোর খবর নিত।তুই হয়ত বিশ্বাস করবি না,তোর বিয়ের রাতে ও আমাকে ফোন করে বাচ্চা ছেলের কেদেছিল। তোর বিয়েতে গিফট দেয়ার জন্য ৩৩৫ ডলার পাঠিয়েছিল। বাবা মা বিয়েতে চাপাচাপি করবে, এই ভয়ে সে গত ৪ বছরে দেশে আসেনি। মাঝে মাঝে আমাকে ফোন করে বলত মুষলধারে বৃষ্টি হলে তোকে নাকি খুব দেখতে ইচ্ছা করে।এবার তুইই বল দেখা করবি কিনা...

আজ ১৪ই সেপ্টেম্বর। আকাশটা মেঘাচ্ছন্ন। সাগরিকা এয়ারপোর্টে একা একা একটা কদমফুল হাতে দাড়িয়ে আছে। মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে একটি বিমান দেখা দিল। একটু দুরেই একটা গাছের ডালে দুটো শালিক খুনসুটি করছে।কিছুক্ষন পর ঝিরঝির বৃষ্টি শুরু হল। বিমানটা ল্যান্ড করতেই মুষলধারে বৃষ্টির সাথে বাজ পরা শুরু হল। সাগরিকার হাতটা তার মনের অজান্তেই অদৃশ্য একটা হাতকে আঁকড়ে ধরতে গেল। তখনি একটা অদ্ভুত মিষ্টি সুবাস পেল। গন্ধটা কেমন যেন চেনাচেনা। হ্যাঁ, বিদ্যুৎ চমকের মত মনে পরে গেল, এটাত জব্বারেরর গায়ের সেই মিষ্টি গন্ধটা। জব্বার তখন লাউঞ্জ থেকে বেরিয়ে আসছে। জব্বারকে দেখেই হোক কিংবা মুষলধারে বৃষ্টির জন্যই হোক মিষ্টি সাগরিকার গালে তখন সেই টোলখাওয়া হাসিটা জেগে উঠল। দূরে কোথাও আবার বাজ পরল,সেই সাথে বৃষ্টির বেগটাও বেড়ে গেল। সাগরিকা তখন মনস্থির করেই ফেলল,আজ আবার বাজ পরলেই তার ভালবাসার মানুষটির হাত আঁকড়ে ধরবে,সে চাইলেও ছেড়ে যেতে দেবে না। শালিক দুটো তখনো গাছের ডালে খুনসুটি করেই যাচ্ছে... করেই যাচ্ছে... বাতাসে ছড়িয়ে পরেছে মিষ্টি একটা গন্ধ...

~~~~সমাপ্ত~~~~

লেখক: Mahmud hasan

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন