বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

তিন বন্ধু ও জীবনের তিনটি ধাপ - ইসলামিক গল্প

তিন জন বন্ধু মিলে বিদেশে বেড়াতে গেল। তারা সেখানে একটা বড় হোটেলে উঠলো এবং রুম পেয়েছে ৬০ তলায়।

তবে সেই হোটেলের নিয়ম অনুযায়ী, রাত ১২টার পর লিফ্ট অফ থাকে!

তো একদিন তারা ঘুরতে বের হল। কিন্তু তারা ফিরতে অনেক রাত হয়ে গেল। তারা হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ হয়ে গেছে!

তারা তখন চিন্তায় পড়ে গেলো , তারা কিভাবে ৬০ তলায় হেঁটে উঠবে!

পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরের দিকে উঠতে লাগল। তাদের ভেতর একজন গল্প বলা শুরু করল!

তার গল্প শেষ হতে না হতেই তারা, ২০ তলায় পৌঁছে গেল!

এরপর আরেক বন্ধু জন গান করা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে তারা ৪০ তলায় এসে গেছে !

এখন কি করা যায়?

তারপর তৃতীয় জন। কিন্তু সে গান, গল্প কিছুই বলতে পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্টের কাহিনী বলা শুরু করলেন। তার সব ঘটনা যখন বলা শেষ হযল, তখন তারা ৬০ তলায় এসে গিয়েছে!


তারপর তারা যখন দরজা খুলতে গেল, দুর্ভাগ্য ক্রমে দেখলো

যে তাদের চাবিটা রিসেপশনে!

তবে এখনকি আর সম্ভব! আবার নিচে নেমে চাবি নিয়ে আসা?

এমনি ভাবে, আমরা যখন আমাদের জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন আমরা জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো (নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারি নি , তখন কি আমাদের আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?

তাই প্রতিদিন জামাতের সাথে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সঙ্গে রাখার প্রয়োজন নয় কি?

মহান রাব্বুল আল আমিন, আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন